তাহিরপুরে স্কুলের রড চুরি করে বিক্রি করলেন শিক্ষক!

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ অপরাহ্ণ
বিদ্যালয়ের রড চুরি করে বিক্রি করলেন শিক্ষক। ঘটনাটি ঘটে সুনামগঞ্জে জেলার তাহিরপুরে। অভিযুক্ত বিদ্যালয়ের শিক্ষকের নাম সাঞ্জু মিয়া। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন মেসার্স রাজিব এন্ড নির্মাণ(জেবি)নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল হামিদ। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
লিখিত অভিযোগ সুত্রে জানাযায় মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবনের নির্মাণ করছে মেসার্স রাজিব এন্ড নির্মাণ(জেবি)নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। যাহা বর্তমানেও চলমান রয়েছে।বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নির্মাণ কাজের স্বার্থে বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী বিদ্যালয়ের পাশেই রেখে আসছেন।কিন্তু এই সুযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঞ্জু মিয়া সরকারি কাজে ব্যবহৃত রড,সিমেন্ট,ইট,বালি গোপনে বিক্রি করেছেন। গত (১৩সেপ্টেম্বর) বুধবার অভিযোগকারি মেসার্স রাজিব এন্ড নির্মাণ(জেবি) পরিচালক আব্দুল হামিদ।বিদ্যালয়ে গিয়ে দেখেন অনেক মালামাল নেই।এতে অনেক খোঁজাখুঁজি করার পর মন্দিয়াতা গ্রামের জিলানী নামের এক যুবক জানায়,ওই গ্রমের মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঞ্জু মিয়া কিছু রড বিক্রি করেছে।
তাৎক্ষণিক অভিযোগকারী আব্দুল হামিদ তাহিরপুর থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আংশিক মালামাল উদ্ধার করে।
জানাযায় বিদ্যালয় নির্মাণ কাজের মালামাল চুরি হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।এবং মালামালের অভাবে বিদ্যালয়ের নির্মাণ কাজ বিলম্ব হচ্ছে।এতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ হতে নির্মাণসামগ্রী উদ্ধার উক্ত ঘটনার সুষ্টু বিচারের অনুরোধ জানান।
এ বিষয়ে জানতে মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঞ্জু মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও উনার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।