ভারতকে হারিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১:৩৮ অপরাহ্ণ
এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোর পর্বের শেষ খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সুপার ফোরে দুই খেলায় জিতে ফাইনালে ভারত ও আয়োজক দেশ শ্রীলঙ্কা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। প্রথম দুই খেলায় হেরে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবে ফাইনালের আশা না থাকলেও, জয় দিয়ে শেষ করতে চায় বাংলাদেশ দল।
ফাইনালে উঠতে না পারলেও খালি হাতে দেশে ফিরতে চাইবে না বাংলাদেশ। বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে ভারত পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা করায় জয়ের একটা সুযোগ থাকতে পারে বাংলাদেশের সামনে। এখন পর্যন্ত এশিয়া কাপে নিজেদের সেরা ক্রিকেট খেলে শিরোপা জয়ের জন্য অন্যতম হট ফেভারিট ভারত। কিন্তু দুই দলের মধ্যকার সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজে ঘরের মাঠে ভারতকে তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। ঘরের মাঠে এটা ছিল ভারতের বিপক্ষে টাইগারদের টানা দ্বিতীয় সিরিজ জয়।