মফস্বল সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় : শ্যামল দত্ত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, সাংবাদিকতা মহান পেশা, যে পেশা দেশ ও জাতির কল্যাণে আজীবন অবদান রেখে আসছে। তিনি ভাটির জনপদ দিরাই শাল্লাসহ সুনামগঞ্জকে রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতার উর্বর ভূমি উল্লেখ করে বলেন, যে বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, নাছির উদ্দিন চৌধুরী বরেণ্য সাংবাদিক সালেহ চৌধুরী, শাহ আব্দুল করিম, হাছান রাজা, রাধারমন দত্তের জন্ম হয়েছে সে এলাকা কখনো অবহেলিত থাকতে পারেন।
তিনি দিরাই গণমাধ্যমকর্মীদের জন্য প্রেসক্লাব ভবনসহ সকল সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আপনারা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে সত্যকে তুলে ধরবেন। মফস্বল সাংবাদিকতা খুবই কঠিন, অনেক ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয। তিনি মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষনের ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল দিরাই প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।