জৈন্তাপুরে স্বামীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা : স্ত্রী ও পরকীয়া আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে মিনহাজ উদ্দিন নামে এক প্রবাসীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টাকালে তার স্ত্রী ও পরকীয়া প্রেমিককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রতিবেশীরা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ঘাটের চটি গ্রামে ঘটে এ ঘটনা। আটক দুজনের নাম মনিরা বেগম (২২) ও ফেরদৌস রহমান চৌধুরী (২৫) বলে জানা গেছে। এ ঘটনায় আহত মিনহাজ উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মিনহাজ উদ্দিন কাতারে থাকা অবস্থায় তার স্ত্রী মনিরা থাকতেন বাবার বাড়ি হরিপুর ৬নং কূপ এলাকায়। এর মাঝে স্থানীয় ফেরদৌস রহমান চৌধুরীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মনিরা বেগম। একপর্যায়ে তাদের সম্পর্ক আরও গাঢ় হয়। মাসখানেক আগে মিনহাজ দেশে ফিরলে স্ত্রীর আচরণে সন্দেহ হয় তার। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে নিজেদের শয়নকক্ষে ঘুমাতে যান স্বামী-স্ত্রী। একপর্যায়ে পরকীয়া প্রেমিক ফেরদৌস রহমান চৌধুরী দরজায় নক করলে স্বামীকে বিছানায় রেখে অন্য কক্ষের দরজা খুলে দেন মনিরা বেগম। পরে তারা সেই কক্ষেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লে স্ত্রী ও তার কথিত প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেন মিনহাজ।
এ সময় পরকীয়া ওই প্রেমিকজুটি মিনহাজ উদ্দিনের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে তার গোঙানির শব্দে পাশের ঘরে থাকা লোকজন এগিয়ে এসে মিনহাজ উদ্দিনকে উদ্ধার করেন এবং মনিরা ও ফেরদৌসকে আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানা নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনায় প্রবাসী মিনহাজ উদ্দিনের বাবা নূর মিয়া বাদি হয়ে শুক্রবার দুপুরে দুজনকে আসামি করে জৈন্তাপুর থানায় মামলা করেছেন। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুতই তাদেরকে আদালতে পাঠানো হবে।