সাহিত্য সুন্দরকে প্রতিষ্ঠা আর সংস্কৃতি রুচিবোধ জাগ্রত করে : ডা. মামুন আল মাহতাব

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ
দেশের খ্যাতনামা চিকিৎসক ডা. মামুন আল মাহতাব বলেছেন, সাহিত্য সুন্দরকে প্রতিষ্ঠা করে আর সংস্কৃতি রুচিবোধকে জাগ্রত করে। এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারলেই সমাজ থেকে অশিক্ষা, অন্ধকার, পঙ্কিলতা এবং কুসংস্কার চিরতরে নির্মূল করা সম্ভব। সমৃদ্ধ ও উন্নত জাতি গঠন করতে হলে সাহিত্য সংস্কৃতি চর্চার উপর বেশি করে গুরুত্বারোপ করতে হবে। তিনি শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম আন্তর্জাতিক সাহিত্য সম্মিলনি অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখছিলেন।
সংগঠনের সিলেটের সমন্বয়ক আশীষ দে এর সভাপতিত্বে ও স্কুল শিক্ষিকা মিত্রা দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ গাজী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিনার নিরাজ কুমার জয়সয়াল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক অধ্যাপক সুনির্মল কুমার দেব মীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিসিকের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহিত চৌধুরী।
ডা. মামুন আল মাহতাব আরো বলেন, মানচিত্র ভিন্ন হলেও ভারত ও বাংলাদেশের মধ্যে সাহিত্য ও সংস্কৃতি চর্চার ধারা অভিন্ন। যে কারণে ভারত বরাবরই পাশে দাঁড়ায় বাংলাদেশের। মহান স্বাধীনতা যুদ্ধের ভারতের এই সহযোগীতা সকল বাঙ্গালী কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। তিনি বলেন, সাহিত্য সবময়ই কল্যাণের কথা বলে, মানুষের কথা বলে। প্রান্তিক মানুষের চাওয়া-পাওয়ার সব হিসেবে নিকেশ উঠে আসে লেখনীর মধ্য দিয়ে। তিনি বলেন, লেখকদের মূল্যায়ন করলে জাতি মূল্যায়িত হবে। তিনি সাহিত্য চর্চার ধারা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কলম আন্তর্জাতিক সাহিত্য পরিষদকে কাজ করার আহবান জানান।