মৌলভীবাজারে পাওনা টাকার জেরে ঠিকাদার খুন, গ্রেপ্তার ২

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ অপরাহ্ণ
মৌলভীবাজারে নির্মাণ শ্রমিক ঠিকাদার সিরাজুল ইসলাম খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপর ২ নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরেেএক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
তিনি জানান, গত ১ বছর যাবত সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামের মাহিন আহমদের বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজ করতো নিহত নির্মাণ শ্রমিক ঠিকাদার সিরাজুল ইসলাম ও তার সাথে আরও ৫/৬জন শ্রমিক। বেশ কয়েকদিন যাবত নিহত সিরাজুল ইসলামের নিয়োগকৃত নির্মান শ্রমিক আব্দুল মুমিন ও জাহির মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনের সাথে পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি হয়ে আসছিল।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাওনা টাকা নিয়ে নির্মাণ শ্রমিক ঠিকাদারের সাথে অপর শ্রমিক আব্দুল মুমিন ও জাহির মিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জেরে হাতাহাতির এক পর্যায়ে সিরাজুল ইসলামের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রড ও দা দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে তারা লাশ একটি কক্ষে খাটের নিচে রেখে দরজা আটকিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, গতকাল শুক্রবার বিকাল অনুমান ৩টার দিকে খবর আসে সদর মডেল থানার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইলের একটি বাড়ির কক্ষে মৃতদেহ পড়ে রয়েছে। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।