নগরীতে বিএসটিআই’র অভিযানে জরিমানা

স্টাফ রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ
নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। জেলা প্রশাসন সিলেট ও বিএসটিআই বিভাগীয় কার্যালয় সিলেটের সমন্বয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জেলা প্রশাসন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা এবং অর্পিতা হাওলাদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা রাইসুল ইসলাম পরিদর্শক (মেট্রোলজি), ফিল্ড অফিসার (সিএম) মোঃ আল আমিন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
অভিযানে উৎপাদিত বিস্কুট পণ্যের অনুকূলে সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে উৎপাদন, বাজারজাতকরণ ও পণ্য ওজনে কম প্রদান করায় বিসিক শিল্প নগরী খাদিমনগরের মেসার্স মধুবন অভিজাত মিষ্টি বিপণীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।