আইন বিষয়ে সিলেটে বিভাগীয় সেমিনার শনিবার

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ
‘আইনের শাসন,আইনজীবী এবং পেশাগত শিষ্টাচার ও বিধিমালা’- শীর্ষক এক বিভাগীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। ২৩শে সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় হোটেল ডালাস এর তৃতীয় তলায় এই বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান-বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক-বাংলাদেশ সুপ্রীম কোর্ট’র আইনজীবী হাসান তারিক চৌধুরী। অনুষ্ঠানে সেমিনার পেপার উপস্থাপন করবেন সিলেট জজ কোর্ট’র জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মনির আহমদ।
আয়োজিত সেমিনারে নিবন্ধনক্রমে উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক নেতৃবৃন্দ।সেমিনার-এ অংশগ্রহণ করতে আগ্রহীদের ০১৭১২৬২৩২৯২, ০১৯১১৯১৯৫৪৫, ০১৭১৬৮৭০৩৬৭ সেলফোনে যোগাযোগ করে অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেটের আহ্বায়ক মোহাম্মদ মনির উদ্দিন অ্যাডভোকেট এবং যুগ্ম-আহবায়ক বিদ্যুৎ কুমার দাশ বাপন অ্যাডভোকেট ও মোস্তাকিম আহমদ কাওছার অ্যাডভোকেট সংশ্লিষ্টদের আমন্ত্রন জানিয়েছেন।