ধর্মপাশা ও মধ্যনগরে দিনব্যাপী সেলিম আহমদের গণসংযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ
দিনব্যাপী গণসংযোগ করলেন সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম উদ্দিন আহমদ। রোজকার ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে সোমবার (১৮ সেপ্টেম্বর) তিনি ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন স্থানে উঠোন বৈঠকে মিলিত হন। বৈঠককালে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সবিস্তার আলোচনাসহ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সাড়া দেওয়ার আহবান জানান। তিনি বলেন, দেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবের পথে। সেই জায়গা থেকে দেশের জনগণকে স্মার্ট না হলে স্মার্ট জনপ্রতিনিধি নির্বাচিত করা অসম্ভব।
সেলিম আহমদ সোমবার দিনব্যাপি ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার জয়শ্রী বাজার,সানবাড়ি বাজার বাখরপুর, সরস্বতীপুর, বড়ই,আবিদনগর, দুগনই গ্রামসহ বিভিন্ন স্থানে গনসংযোগ, উঠান বৈঠক ও পথ সভা করেন।
গনসংযোগকালে তিনি আরও বলেন, প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নির্বাচনের পক্ষে। ইতোমধ্যে নির্বাচনি ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে। আমাদের দলের নেতারা সুশীল সমাজ, যুবক-তরুণ ও বিভিন্ন পেশাজীবী মানুষদের কথা শুনছেন। তারা দেশটাকে কীভাবে দেখতে চায়, সেই তথ্যগুলো তারা নিচ্ছে। এগুলোই নির্বাচনি ইশতেহারে থাকবে।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আমরা বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে জনগণের কাছে সত্য তুলে ধরব। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের সময়ে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো তৃণমূল মানুষের কাছে তুলে ধরেন। বিএনপি যে কখনো গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে না, তার প্রমাণগুলো তিনি তুলে ধরেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। করোনাসহ সব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জনগণের জন্য কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাই নমিনেশন যাকেই দেয়া হোক, তার জন্যই কাজ করতে হবে। ভোট দিতে হবে। আমরা কোনো প্রার্থীর জন্য নয়, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য কাজ করবো। নৌকা জেতাতে নৌকার মাঝি ঠিক রাখতে হবে।
এ সময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগসহ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।