সুনামগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ
নিজের দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ধর্মপাশার ইউএনও শীতেষ চন্দ্র সরকারকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সন্তান শীতেষ চন্দ্র সরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেন। ৩৩তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা গত ২৩ জানুয়ারি ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ধর্মপাশায় দায়িত্ব নেয়ার আগে শীতেষ চন্দ্র সরকার ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ধর্মপাশা উপজেলার পাশাপাশি নবগঠিত মধ্যনগর উপজেলার ইউএনও হিসেবে চলতি বছরের ৩১ মে থেকে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের ভাষ্য, ইউএনও হিসেবে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে। দুর্গম হাওর অধ্যুষিত ধর্মপাশা ও মধ্যনগর দুইটি উপজেলার অনুন্নত যাতায়াত ব্যবস্থা উপেক্ষা করে তিনি প্রত্যন্ত এলাকাগুলোতে স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করেছেন। তার বিনয়ী আচরণ ও বিভিন্ন সৃজনশীল কাজের জন্য তিনি উপজেলা দুইটির সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন।
শীতেষ চন্দ্র সরকার ধর্মপাশা উপজেলার শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর স্বীকৃতি স্বরূপ তিনি গত ১২ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এর জন্য মনোনীত হন।
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর কাছাকাছি থেকে তাদের কল্যাণে কাজ করা, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের বিষয় আখ্যায়িত করে শীতেষ চন্দ্র সরকার বলেন, পদোন্নতি কাজ করার বড় সুযোগ। তবে ধর্মপাশা এবং মধ্যনগরের দায়িত্বকালীন সময়ে সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে ধর্মপাশা- মধ্যনগরবাসীর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। যেখানেই দায়িত্ব পালন করি না কেন, ধর্মপাশা- মধ্যনগরবাসীর কথা মনে থাকবে আমার।