নবীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো– সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) এবং বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল ও রাফিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। পরে বাড়ির পাশের সামাদ মিয়ার পুকুরের পানিতে নেমে খুঁজলে একপর্যায়ে তাদের মরদেহ ভেসে ওঠে।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে জানিয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, তাদের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করা হয় এবং তা মঞ্জুর হয়েছে।