বাংলানিউজ এনওয়াইয়ে সংবাদ প্রকাশ : শাল্লায় রমনীকাণ্ডে সেই প্রকৌশলী বদলী

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ
শাল্লায় অফিস ফাঁকি দিয়ে কামলীলায় উপ-সহকারি প্রকৌশলী মো. নুরুজ্জামান। এ বিষয়ে নিউজ পোর্টাল বাংলানিউজ এনওয়াইয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর পরই টনক নড়ে সংশ্লিষ্ট দপ্তরের বড়কর্তাদের। গেল ৯ সেপ্টেম্বর প্রকাশিত ওই সংবাদে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অফিস চলাকালীন সময় বেলা সাড়ে ১১টায় বাহাড়া ইউপির সুখলাইন গ্রামে জনৈক মহিলা শ্রমিকের বাড়িতে অবস্থান করছেন এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান। তাকে এ সময় ওই মহিলার বিছানায় দেখা যায়। এসময় অফিস ফেলে রেখে ওই মহিলার বিছানায় শুয়ে থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সুখলাইন প্রাথমিক স্কুল ভবন নির্মাণ কাজ দেখতে এসেছি’। কিন্তু সুখলাইন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ওই বিদ্যালয়ে অনেক দিন ধরে নির্মাণ কাজ এবং ঘটনার দিনও কোনো লোকওই বিদ্যালয়ে কাজ করেনি। তিনি বিদ্যালয়ের কি কাজ পরিদর্শন করছেন জানতে চাইলে এর কোনোরূপ সদুত্তর দিতে পারেননি।
এদিকে এই সংবাদ প্রকাশের পর অবশেষে তিনি বদলী হয়েছেন। ২০ সেপ্টেম্বর (বুধবার) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এজাজ মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে শাল্লা থেকে বদলী করে ছাতক উপজেলা এলজিইডি অফিসে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য: ২০১৭ সালে শাল্লা উপজেলায় যোগদান করেন উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামান। ফলে দীর্ঘদিনের অভিজ্ঞতায় নানা অপকর্মে জড়িত হন তিনি। দীর্ঘদিন ধরে শাল্লা উপজেলায় কর্মরত থাকায় ওই দরিদ্র মহিলার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে চাওর রয়েছে এলাকায়।
শুধু তাই নয়, নুরুজ্জামানের এই অনৈতিক ঘটনার সংবাদ প্রকাশ করায় ওই মহিলাকে বাদী করে শাল্লার তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টার একটি মিথ্যা মামলা করান তিনি।