অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন বিষয়ে সিলেটে সেমিনার বৃহস্পতিবার

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা : সরকার ও নাগনিকদের ভূমিক শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক সমন্বয় সেল-ভুক্ত ৯টি জাতীয় মানবাধিকার সংগঠন এবং এফআইভিডিবি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ধোপাদিঘীরপারস্থ হোটেল মেট্রো ইন-এর অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এড. সুলতানা কামাল । সম্মানীত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং এএলআরডি-এর নির্বাহী পরিচালক শামসুল হুদা। উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন এফআইভিডিবি’র পরিচালনা পর্ষদ এর সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।