জৈন্তাপুরে ৮ বস্তা ভারতীয় চিনি জব্ধসহ আটক ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ
জৈন্তাপুর মডেল থানা পুলিশ একটি প্রাইভেট কার তল্লাসি করে গাড়ি’তে বহন করা অবৈধ পথে আসা ভারতীয় ৮ বস্তা চিনি জব্ধ করে। এসময় গাড়ির চালক-কে গ্রেফতার করা হয়। ২০ সেপ্টেম্বর বুধবার ভোর ৮ টার দিকে সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর সদরে প্রাইভেট কার ( চট্রমেট্রাে-গ-১১-০৪০৮) তল্লাসি করে ভারতীয় এসব চিনি জব্ধ করা হয় ।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক গোয়াইনঘাট উপজেলার দ্বারিখেল গ্রামের মো: কুতুব আলীর পুত্র জিয়াউল হক (৩০)-কে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক নিদের্শনায় পুলিশ গোপন সংবাদ পেয়ে এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ প্রাইভেট কার তল্লাসি করে ভারতীয় চিনি জব্ধ করছে। তিনি জানান, জৈন্তাপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ কাজে পুলিশের অভিযান অব্যাহত থাকায় চোরাকারবারীরা কৌশল পাল্টিয়ে চোরাচালান ব্যবসা চালাচ্ছে। জৈন্তাপুর সীমান্তে পুলিশের চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।