সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ তৃণমূল পর্যায়ে পৌছে দিতে হবে : সেলিম আহমদ

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৩, ৭:০৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা জনাব সেলিম আহমদ বলেছেন, উন্নয়ন বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হাওরবাসীর কল্যাণে বদ্ধ পরিকর। এই সরকারের আমলেই হাওরাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ অর্থ বরাদ্ধ করা হয়েছে। কিন্তু অদক্ষ ও অযোগ্য জনপ্রতিনিধির কারণে উন্নয়নের সিকিভাগও দৃশ্যমান হয় নি। এতে জনপ্রতিনিধিদের জীবন পাল্টে গেলেও ভাব্মূর্তি নষ্ট হয়েছে সরকারের। তিনি বলেন, এখন সময় এসেছে। সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ তৃণমূল মানুষের কাছে পৌছে দিতে হবে।
তিনি বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মধ্যনগর উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা আ.লীগ ও সকল সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে উন্নয়ন অগ্রযাত্রা ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালণায় অনুষ্টিত সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিম আহমদ বলেন,আওয়ামী সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। কিন্তু বিভক্তিগত কারণে উন্নয়ন চিত্র তোলে ধরা হয় না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সুনামগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমদ বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সবিস্তার তোলে ধরতে হবে তৃণমূল মানুষের মধ্যে। একই সাথে দেশ ও জনগণের কল্যান ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারের রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। তিনি আসছে জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করা ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ দিকে সমাবেশকে সফল করতে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তৃণমূল নেতা-কর্মীরা শত-শত ট্রলারযোগে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে অনুষ্টিত শান্তি সমাবেশটি এক মহাসমাবেশে রূপ নেয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল বাসার অপু, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শুষেন বর্মন, উপজেলা কৃষকলীগের সভাপতি জিল্লুর রহমান, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সভাপতি হোসাইন শরীফ বিপ্লব, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উত্তর বড়দল ও বাদাঘাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল মল্লিক, সাবেক নেতা কাজী ফরহাদ, জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোহাম্মদ আলী প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি সেলিম আহমদ বলেন, আমি হাওরাঞ্চলের প্রতিটি গ্রামে-গ্রামে যাচ্ছি শুধু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের ১৫ বছরের উন্নয়নের বিষয়গুলো তোলে ধরতে। কারন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। তবে অদক্ষ নেতৃত্বের কারনে আমাদের হাওরাঞ্চলের উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছেনা এবং অনেক উন্নয়নই বাধাগ্রস্ত হচ্ছে। তাই আগামিতে এখানে সঠিক নেতৃত্বকেই বেছে নিতে হবে এবং এ দায়িত্বও আপনাদেরকে নিতে হবে। তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। আর এ লক্ষেই সকল ভেদাভেদ ভুলে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।