সিলেটে বিএনপির মিছিল থেকে নাট্যকর্মীদের উপর হামলা

স্টাফ রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনে নাট্যকর্মীদের মহড়া চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নাট্যকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নাট্যকর্মীদের অভিযোগ— বিএনপি ও অঙ্গসংগঠনের একটি মিছিল থেকে এ হামলা চালানো হয়।
জানা যায়, ‘সরকার পতনের’ দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরব থেকে সিলেট আসে বিএনপির রোডমার্চ। এই রোডমার্চকে স্বাগত জানাতে দুপুর থেকেই নগরীতে খন্ড খন্ড মিছিল বের করে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। এরকম একটি মিছিল থেকে সারদা হল চত্বরে ঢুকে হামলা চালানো হয়।
বৃহস্পতিবার থেকে সারদা হলে তিনদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ। এই উৎসবের মাধ্যমেই ১০ বছর বন্ধ থাকার পর সংস্কৃতি চর্চার জন্য উন্মুক্ত হচ্ছে ঐতিহ্যবাহী সারদা হল।
একাধিক নাট্যকর্মী জানান, বিকেলে সারদা হলে মহড়া দিচ্ছিলেন নাট্যকর্মীরা। এসময় রোডমার্চের সমর্থনে বের হওয়া একটি মিছিল সারদা হল চত্বরে প্রবেশ করে শ্লোগান দিতে থাকে। এ সময় নাট্যকর্মীরা মিছিলকারীদের সারদা হল চত্বর ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করলে তারা হামলা চালায়। এক পর্যায়ে দুপক্ষে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
হামলায় লিটল থিয়েটার সিলেটের আহ্বায়ক আব্দুল কাইয়ুম মুকুল, সাংস্কৃতিক সংগঠক বিভাষ শ্যাম যাদন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্তসহ অন্তত ৬ জন আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট সিটি মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘হামলাকারীরা যদি আমার দলেরও হয় তবু তারা ছাড় পাবে না। তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে নাট্যকর্মীদের উপর হামলার খবর পেয়ে সারদা হল এলাকায় ছুটে যান সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীরাও। সন্ধ্যায় তারা সারদা হল থেকে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কোর্ট পয়েন্ট ঘুরে আবার সারদা হলে গিয়ে শেষ হয়। এসময় হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়।
সম্মিলিত নাট্য পরিষদের (সিলেট) সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, ‘বিএনপির রোডমার্চের সমর্থনে সিলেটের আলিয়া মাদ্রাসা অভিমুখে একটি মিছিল যাচ্ছিল, সেই মিছিল থেকে সারদা ভবনের হলরুমে ঢুকে পড়ে কয়েকজন। সেখানে তারা অতর্কিতভাবে হামলা চালায় নাট্যকর্মীদের উপর।’
রজত বলেন, ‘আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছি। এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা কঠোর কর্মসূচী দেব।’
ঘটনাস্থলে গিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে আমরা হামলাকারীদের চিহ্নিত করেছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’