শাহপরান (রহ.) মাজারে গিলাফ চড়িয়েছেন ডা.স্বপ্নীল

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ
সিলেটের শাহপরান (রহ.) মাজারে বার্ষিক ওরস উপলক্ষে গিলাফ চড়িয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাজারে গিয়ে ডা.স্বপ্নীল এই গিলাফ চড়ান। বুধবার থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী বার্ষিক ওরস শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাত ও পরে শিরনী বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হবে।
এতে দেশ-বিদেশের দলবেঁধে আসা লাখো লাখো ভক্তদের উপস্থিতি ও হাতে হাতে নানা রঙয়ের গিলাফ দেখা গেছে। মুখে মুখে উচ্চারণ হচ্ছে পবিত্র কালেমা ও ‘লালে লাল– বাবা শাহপরান’!