আজমিরীগঞ্জে খতনাকালে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেললেন চিকিৎসক

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৭ অপরাহ্ণ
আজমিরীগঞ্জের রামিম মিয়া নামে সাড়ে ৭ বছরের এক শিশুকে সুন্নতে খতনা করতে গিয়ে পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেলেছেন এক চিকিৎসক। ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় আজমিরীগঞ্জ নিউ মেডিকেরল হাসপাতালে এ ঘটনা ঘটে। আহত ওই শিশু পৌরএলাকার আজিমনগর মুন্সিহাটি নতুন বাড়ি গ্রামের বাসিন্দা লাল মিয়ার ছেলে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগী পক্ষের লোকজন এবং চিকিৎসক বিষয়টি জানেন। আমাদের হাসপাতাল থেকে তারা শুধু ওটি ব্যবহার করেছেন।
রামিমের পিতা লাল মিয়া জানান, এলাকার সোহান মিয়ার মাধ্যমে তার শিশু ছেলে রামিমকে সুন্নতে খৎনা করানোর জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নিউ মেডিকেল হাসপাতালে নিয়ে যান তারা।যাওয়ার পর রিসিপশনে এক হাজার ৫শ টাকা জমা দেয়ার পর ওটি নিয়ে সুন্নতে খাৎনা করেন সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. নিশীত নন্দী মজুমদার। এসময় খৎনা করতে গিয়ে শিশু রামিমের পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেলেন।এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রামিমের অবস্তার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
এবিষয়য়ে ডা. নিশীত নন্দি মজুমদার জানান সুন্নতে খৎনা করতে গিয়ে চামড়াটা উল্টাতে গিয়ে আটার মত লেগেছিল। চামড়াটা ছাড়াতে গিয়ে একটু রক্তক্ষরণ হয়েছে ।