বিভাগীয় কমিশনারের ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, সিলেট ডায়াবেটিক সমিতির বর্তমান কার্যকরী পরিষদ দক্ষতার প্রতীক। এখানে যাঁরা দায়িত্বে আছেন তাঁরা প্রত্যেকেই নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। সিলেটে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে অলাভজনক এ প্রতিষ্ঠান উত্তোরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেই। চিকিৎসা সেবায় নিয়োজিত সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সহযোগিতার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত সম্মাননা প্রদান ও সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে কার্যকরি কমিটির সদস্যবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন। এ সময়ে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি ডা. মো: আলতুফুর রহমান, সাধারন সম্পাদক লোকমান আহমদ, কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, যুগ্ম-কোষাধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান এডভোকেট, সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী, জীবন সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ প্রমুখ।