পুলিশের তৎপরতা: জকিগঞ্জে মানসিক ভারসাম্যহীন সন্তানকে ফিরে পেল তার বাবা-মা

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ
জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় নিজের বাবা-মাকে ফিরে পেয়েছে মানসিক ভারসাম্যহীন যুবক আলহাজ (২৫)। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মানসিক ভারসাম্যহীন আলহাজ কে তাহার তার পরিবারের কাছে হস্তান্তর করেন জকিগঞ্জ থানা পুলিশ।
দীর্ঘদিন পর বাবা-মা তাদের সন্তানকে খুঁজে পাওয়ার পর জকিগঞ্জ থানার নারী, শিশু বয়স্ক ও প্রতিবন্ধী অফিস রুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।মানসিক ভারসাম্যহীন আলহাজ টাঙ্গাইল জেলার ,ঘাটাইল উপজেলার ,তালতলা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জকিগঞ্জ থানার ওসি মোঃ জাবেদ হোসেন জানান, জকিগঞ্জ উপজেলার ৭ নং বারঠাকুরী ইউনিয়নের টিপু চেয়ারম্যান মানসিক ভারসাম্যহীন আলহাজ্ব কে ঘোরাফেরা করতে দেখলে চৌকিদার এশান আলীর মাধ্যমে
গত ২৩/৯/২০২৩ খ্রিঃ বিকালে জকিগঞ্জ থানায় উপস্থিত হয়ে তার সাথে থাকা মানসিক ভারসাম্যহীন যুবককে থানায় বুঝিয়ে দেন।’
ওসি মোঃ জাবেদ হোসেন তাৎক্ষণিকভাবে ঘটনাটি জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সিলেটকে অবগত করেন। পরবর্তীতে ওসি মোঃ জাবেদ হোসেন, পুলিশ পরিদর্শক( তদন্ত) দিলীপ কান্ত নাথ মানসিক ভারসাম্যহীন যুবককে ডিউটি অফিসারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার সকল প্রকার কার্যক্রম গ্রহণ করেন।অপরদিকে দীর্ঘদিন পর হারানো ছেলেকে ফিরে পেয়ে আনন্দে ভরে ওঠে আব্দুল গফুরের বুক। বাবা ছেলের পুনর্মিলনের সময় জকিগঞ্জ থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।