মনু নদে নৌকাবাইচ প্রতিযোগীতায় জনস্রোত

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ
মৌলভীবাজারের মনু নদীতে নৌকাবাইচ ঘিরে সদরের চাঁদনীঘাট সেতু, শান্তিবাগের ওয়াকওয়ে, নদীর দুই পাড়ে সমবেত হচ্ছিল বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার পরে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হতেই সমাবেশে রূপ নেয় সেই জনস্রোত। নদের দুই পাড় ছেয়ে যায় হাজারো মানুষে।
দীর্ঘদিন পর মনু নদীতে বুধবার (২৭ সেপ্টেম্বর) নৌকাবাইচের আয়োজন করে মৌলভীবাজার পৌরসভা। এতে খুশি স্থানীয় বাসিন্দাসহ আশপাশের লোকজন। মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে বিকেলে বিজয়ী নৌকার মালিকের হাতে পুরষ্কার তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। মৌলভীবাজার পৌরসভা আয়োজিত নৌকাবাইচের আহ্বায়ক ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ।
প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে কাবুল ইসলামের নৌকা ‘শাহ মোস্তফার তরী’। এতে অংশ নেওয়া আট নৌকাকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছেন নৌকাটি। কাবুল ইসলাম রাজনগরের বরগাঁও গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
বাইচে দ্বিতীয় হয়েছে ‘বন্দুক’ নামের নৌকাটি। নৌকাটি দিশালোক এলাকার সুমন তরফদারের। তৃতীয় স্থান অধিকার করেছে রাজনগরের পাঁচগাঁওয়ের শাহ পরানের তরী। এর মালিক ইয়ামিন আহমদ।
প্রতিযোগিতায় প্রথম তিনটি স্থান অধিকার করা নৌকার মালিকদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এতে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, সালেহ আহমদ পাপ্পু, পার্থ সারথি পাল প্রমুখ।