মাধবপুরে বজ্রপাতে চাচি-ভাতিজি নিহত

মাধবপুর প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৯:৪৭ পূর্বাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর সড়ক বাজার এলাকায় বজ্রপাতে চাচি শান্তা আক্তার (২৫) ও ভাতিজি সাদিয়া আক্তার (১২) নিহত এবং দাদি শারমিন আক্তার (২৫) গুরুত্বর আহত হয়েছে। শান্তা আক্তার উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের সোহেল মিয়ার স্ত্রী এবং সাদিয়া তার ভাতিজি মোঃ রুবেল মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তার (২৫) তার ছেলে সোহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার ও রুবেল মিয়ার মেয়ে ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার শিমুলঘর আত্মীয়ের বাড়ীতে বেড়ানো শেষে নিজ বাড়ী ছাতিয়াইন ফেরার জন্য অটোরিক্সা (সিএনজি)র অপেক্ষা করছিলেন।
এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ৩জন গুরুত্বর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শান্তা ও সাদিয়াকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক উপসহকারি মেডিকেল অফিসার মোক্তাধির চৌধুরী জানান- বজ্রপাতে শান্তা ও সাদিয়া নামে দুজন নিহত হয়েছে। এবং শারমিন জাহান নামে একজন আহত অবস্থায় হাসপাতলে ভর্তি আছে।
ছাতিয়াইন ইউ/পি চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ জানান তারা শিমুলঘর আত্মীয়ের বাড়ীতে বেড়ানো শেষে বাড়ী ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।