যুক্তরাষ্ট্রে চপল হুদা : মানুষের জন্যই আমার কাজ করে যাওয়া

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ
এফবিসিসিআই’র সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক জনাব খায়রুল হুদা চপলের সম্মানে নিউইয়র্ক সুনামগঞ্জবাসীর উদ্যোগে যুক্তরাষ্ট্রের গোল্ডেন প্লেইজ ব্রুনস নিউইয়র্কে এক চা চক্রের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আবদুস শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্ঠা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশাহ, ব্রুনস আওয়ামী লীগের সভাপতি মুহিত চৌধুরী, আবুল লেইছ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সোহান আহমদ টুটুল,
সভা পরিচালনা করেন জালালাবাদ সোসাইটি যুক্তরাষ্ট্রের সভাপতি শাহীন কামাল।
সভায় উপস্থিত ছিলেন, সালেহ আহমদ, সাবেক সিলেট মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল, সাইদুল ইসলাম, রিটন সরকার, বাহার উদ্দিন, রুবেল আহমদ, ইয়াসির আরাফাত, জাকের রহমান, হাসান আহমদ, শিপর আহমদ, নুরুল ইসলাম, শিপু চৌধুরী, লায়েক আহমদ এবং অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, জামাল আহমদ।
এদিকে সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথি জনাব খায়রুল হুদা চপল বলেন, মানুষের ভালোবাসার জন্যই আমার কাজ করে যাওয়া। সেই থেকে আওয়ামী লীগের কল্যাণ ধারার রাজনীতিকে তৃনমুল মানুষের কাছে পৌছে দিতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, কাজ করার মধ্য দিয়েই একমাত্র মানুষের মনে স্থান করে নেওয়া সম্ভব।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের এমন আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এর মধ্য দিয়ে নিজের মধ্যে আরো বেশি দায়বোধ সৃষ্ঠি হয়েছে। এই দায়বোধ থেকেই আগামীতে বৃহত্তর জনগোষ্ঠীর সেবা প্রদানের লক্ষ্যে এবং তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে সুনামগঞ্জ -৪ আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলেই নির্বাচন করবো এবং না পেলে বরাবরের মতো দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মাঠে থাকবো।