না ফেরার দেশে সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সুভাষ বখ্ত

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ৪:৩৮ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক মরহুম হোসেন বখ্ত এর জ্যেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখ্ত সুভাষ (সুভাষ বখ্ত) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি— রাজিউন)। সোমবার (০২ অক্টোবর ২০২৩ খ্রি.) সন্ধ্যায় আমেরিকার বোমান্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের মৃত্যু সংবাদে সুনামগঞ্জ পৌর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকাহত অনেকেই তাঁর আরপিননগরের বাসভবনে ছুটে যান।
প্রয়াত সুভাষ বখত সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মনোয়ার বখ্ত ও সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাজাহান বখ্ত ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্রয়াত মেয়র আয়ুব বখ্ত জগলুল’এর বড় ভাই।
প্রয়াত সুভাষ বখ্ত’এর ছোট ভাই সুনামগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র নাদের বখ্ত ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন তাঁর ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মরহুমের মরদেহ আমেরিকায়ই দাফন করা হবে।