ছক ভাঙার প্রত্যয় বুবলীর

বিনোদন ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৪:৩৮ অপরাহ্ণ
সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা। দেখতে দেখতে চলচ্চিত্র ক্যারিয়ারের ৯ বছর কেটে গেল শবনম ইয়াসিমন বুবলীর। শুরু থেকেই চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে একচেটিয়া ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আসছিলেন এই অভিনেত্রী। জুটি বেঁধে শাকিব খানের বিপরীতে একের পর এক সিনেমায় অভিনয় করায় অনেকেই প্রায় ধরেই নিয়েছিলেন শাকিব খানের নায়িকা মানেই বুবলী। এমনকী শাকিব খান ছাড়া অচল বুবলী, এমন কথাও ভাসতে থাকে চলচ্চিত্রাকাশে। কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে অন্য নায়কের বিপরীতে অভিনয় শুরু করে নতুন করে আলোচনার জন্ম দেন এই অভিনেত্রী। যদিও এর মাঝে ঘটে গেছে অনেক ঘটনা।
ধীরে ধীরে ব্যক্তিগত জীবনের টানাপড়েন ও হতাশাকে পাশ কাটিয়ে আবার নিজস্ব গতিতে নিজ অঙ্গন চলচ্চিত্রে ফিরে আসেন বুবলী। ফের আপন মাহিমার আলোয় উদ্ভাসিত করেন নিজেকে। সবকিছু ভুলে লাইট-ক্যামেরায় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন একগুচ্ছ হিট ছবির এই নায়িকা। শাকিব খানকে ছাড়াই নতুন নতুন সিনেমা উপহার দিচ্ছেন দর্শককে। সাইমন সাদিক, নিরব, ইমন, মাহফুজ আহমেদ, জিয়াউল রোশান থেকে শুরু করে হালের আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন এই চিত্রনায়িকা।
এর মধ্যে বেশ কয়েকটি সিনেমা প্রশংসাও কুড়িয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমার কাজ যেমন হাতে নিয়েছেন তিনি, তেমনি শেষও করেছেন দু’টি সিনেমার শুটিং। সেই ধারাবাহিকতায় কোনো রকম প্রচার-প্রচারণা ছাড়া অনেকটা গোপনেই শেষ করলেন ‘দেওয়ালের দেশ’ নামে সরকারি অনুদানের একটি সিনেমার শুটিং। মিশুক মনিরের পরিচালনায় এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজের বিপরীতে অভিনয় করছেন বুবলী। জানা গেছে, চলতি বছরের মার্চে বেশ চুপিসারে প্রথম লটের শুটিংয়ে অংশ নেন রাজ-বুবলী। এখনো কিছু অংশের শুটিং বাদ রয়েছে বলে জানান নির্মাতা মিশুক মনির। নবীন এই পরিচালক বলেন, আমি চেয়েছিলাম আগে কাজটি সম্পন্ন করি এরপর আলোচনা করা যাবে। আমি চাই মানুষ কাজের আলোচনা করুক। আমরা যথেষ্ঠ যতœ নিয়ে ‘দেওয়ালের দেশ’ সিনেমাটি নির্মাণ করেছি। একটি অনুষ্ঠানের মাধ্যমে ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে সিনেমাটির বিষয়ে বিস্তারিত জানাব। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপরের বছর এর দৃশ্য ধারণের কাজ শুরু। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। ৭ বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।
সম্প্রতি আরও দু’টি সিনেমা হাতে নিয়েছেন বুবলী। এর মধ্যে একটির নাম ‘খেলা হবে’। এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করবেন হালের আরেক আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এর মাধ্যমে প্রথমবারের কোনো সিনেমায় দেখা মিলবে এই দুই অভিনেত্রীর। ছবিটি পরিচালনা করছেন পরিচালক তানিম রহমান। বুবলী জানান, চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। এর বেশি কিছু বলতে পারব না এ বিষয়ে। বুবলীর অন্য ছবিটির নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমার মাধ্যমে নিজেকে আরেক দফা ভাঙলেন এই অভিনেত্রী। কমেডি ঘরানার এ ছবিতে ছোট চুলে নতুন অবতারে দেখা মিলবে বুবলীর। এতে তিনি অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। বর্তমানে ছবিটি শুটিং চলছে। বুবলী বলেন, ‘অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। লুকগুলোও দর্শকদের ভালো লাগবে। দর্শকরা নানারকম গল্পের সিনেমা দেখতে পছন্দ করেন। এটি অন্যতম সেরা একটি কমেডি সিনেমা হতে যাচ্ছে। এটি শতভাগ কমেডি সিনেমা। সত্যি কথা বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার।’
বুবলী বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব। আমার অন্যান্য সিনেমার মতো এটিও দর্শকের ভালো লাগবে। তবে চরিত্র নিয়ে আগেই বেশি কিছু বলা ঠিক হবে না।’