সিলেটে ৩ লাখ টাকার চোরাই চিনিসহ গ্রেফতার ২

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
সিলেটে ৩ লাখ ১৫ হাজার ভারতীয় চিনি জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় জড়িত দুই চোরাকারবারিকে গ্রেফতার ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ গাড়িও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আলী আহমদ শহীদ (১৯) ও সারেয়ার আহমদ (২০)। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএমপি’র মিডিয়া শাখা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এসএমপির শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৩ লাখ ১৫ হাজার ৮৪০ টাকার অবৈধ ভারতীয় চিনি পাওয়া যায়। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএমপি’র গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার তপন সরকারের নেতৃত্বে অভিযানে ছিলেন পরিদর্শক ফজলুর রহমান ও এসআই জয়ন্ত কুমার দেসহ ডিবি পুলিশের এক দল।