সিলেট-ঢাকা মহাসড়কে ড্রাম-গাছ ফেলে অবরোধ

স্টাফ রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ণ
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় ড্রাম ও গাছ ফেলে ‘পিকেটিং’ করেছেন অবরোধকারীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে দ্রুত থানাপুলিশ গিয়ে সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে দেয়। পুলিশ দেখে সরে যান পিকেটাররা।
এর আগে তারা খাদ্যপণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করেন।
জানা গেছে, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের নেতৃত্বে তেতলিতে পিকেটিং করা হয়।