তাহিরপুরে অভিভাবকদের অবহিতকরণ ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নতুন কারীকুলাম বাস্তবায়ন প্রসঙ্গে অভিভাবকদের অবহিতকরণ ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধক্ষ্য ইয়াহিয়া তালুকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
এসময় অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কৃতিশিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিবরন করা হয়।
বাংলানিউজ/ এনওয়াই