ঢাকায় পুলিশ হত্যা মামলায় সিলেট থেকে যুবদল নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৬:১০ অপরাহ্ণ
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম হত্যা মামলায় সিলেট থেকে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছেন র্যাব-৯। ওই যুবদল নেতা নাম আনসার উদ্দিন। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি।
র্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার (৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে র্যাব-৯-এর দল অিভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আনসার উদ্দিন পুলিশ হত্যা মামলার ৮৫ নম্বর এজাহারভুক্ত আসামি।