তামাবিল সড়কে সরকারি জমি দখল করে ডাম্পিং

স্টাফ রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৩, ১০:১০ অপরাহ্ণ
সিলেট-তামাবিল মহাসড়কের পাশেই রাখা হয়েছে কোটি কোটি টাকার কয়লা,চুনাপাথর ও পাথর। নিয়ম ভঙ্গ করে এমন অনিয়মের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় নীরব। ফলে দিন দিন সরকারি ভূমি দখলের প্রবণতা বেড়ে উঠছে। একই সাথে ব্যবসা-বাণিজ্যের দ্রুত প্রসার ঘটছে দখলকারী বাহিনীর।
দেশের অন্যতম বৃহৎ পর্যটন স্পট সিলেটের জাফলং। প্রতিদিন এর সৌন্দর্য্য উপভোগ করতে সারাদেশ থেকে সিলেট আসেন অগনিত পর্যটক। এর গুরুত্ব অনুযায়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে সিলেট -তামাবিল মহাসড়কে(এশিয়ান হাইওয়ে রোড)।প্রতিদিন সহস্রাধিক পর্যটক ও ভি,আই,পি ব্যক্তিবর্গ উক্ত সড়কে চলাচল করেন।সেই সাথে রয়েছে ভারতের সাথে আমদানি-রপ্তানির ব্যবস্থাও।সব মিলিয়ে মহাসড়কটি গুরুত্বপূর্ণ।
কিন্তু মহাসড়কের দুইপাশ দিয়ে সড়ক বিভাগের জমি দখল করে সড়ক অবধি কোটি কোটি টাকার কয়লা,চুনাপাথর ও পাথরের ডাম্পিং ইয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে যা গণযোগাযোগ ব্যবস্থায় মারাত্মক দুর্ঘটনাপ্রবণ বৃদ্ধিসহ ঘটাতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যার প্রভাব পর্যটন শিল্পেও পড়ছে। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসতে হচ্ছে পর্যটকদের। দাবিয়ে দেওয়া হচ্ছে সড়ক বিভাগের সাইনবোর্ড ও।
এ বিষয়ে সড়ক বিভাগের সিলেট -তামাবিল রুটের দায়িত্বরত কর্মকর্তা সাইফুর রহমানের সাথে কথা হলে তিনি জানান এ বিষয়ে নজরদারি করা কর্পোরেট অফিসের কাজ। এ বিষয়ে তিনি আগে জানতেন না। কর্পোরেট অফিসের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।