লাখাইয়ে মহিলা আওয়ামী লীগের সমাবেশ

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ
হবিগঞ্জের লাখাই উপজেলায় ১নং ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ নভেম্বর সকাল ১০ ঘটিকায় লাখাই অভয়চরণ রাধাচরণ উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য
আলহাজ্ব এডঃ আবু জাহির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ও উপজেলার চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরীফ উদ্দিন তালুকদার, আলমগীর আলম তালুকদার মাহফুজ, এনায়েত হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জামাল তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান মারুফ তালুকদার, সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, মনির মোল্লা, মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এডাঃ আলহাজ্ব আবু জাহির বলেন, লাখাই উপজেলা আগে ছিল অবহেলিত উপজেলা কিন্তু বর্তমানে আর অবহেলিত নেই। আওয়ামী লীগ সরকার আসার পর আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, স্কুলে ফ্রীতে বই দিতেছি। স্কুলে নতুন নতুন ভবন নির্মাণ করছি। সরকার বিনামূল্যে বীজ সার বিতরণ করছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, ভূমি ও ঘরহীনদের ভূমিদের ঘরসহ অসংখ্য অনুদান সরকার দিচ্ছে। সুতরাং সামনে আবার নির্বাচন আসছে । সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সকলেই নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।