জয় ছাড়া কিছু ভাবছেন না রোহিত

স্পোর্টস ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ
টিম ইন্ডিয়া বুধবার মুম্বাইতে বহু প্রত্যাশার ক্রিকেট বিশ্বকাপের সেমিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের সঙ্গে। ক্রিকেট বিশ্বকাপের নকআউট পর্বে দুদল যখন শেষবার মুখোমুখি হয়েছিল, শেষ হাসি ছিলো কিউইদের। এবার নিজেদের মাঠে টিম ইন্ডিয়া সেই প্রতিশোধ নেবে, এমনটাই প্রত্যাশা দেশটি লাখো কোটি দর্শক।
সেটাই যেন ধ্বনিত হলো ভারতের অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে। মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এক সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন তিনি। পরিস্কার করে জানালেন, এই মুহূর্তে তারা জয় ছাড়া আর কিছু ভাবতেই পারছেন না। বলেছেন, দলের সবার নজর জয়ের দিকে। অতীতের সব কিছু আঁতুর ঘরে।
তবে হাই-ভোল্টেজ ম্যাচের আগে বেশ সতর্ক অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানান, সব সময় শুধু ভালো খেললেই হয় না। মাঝে মধ্যে ভাগ্য দেবীর কৃপাও দরকায় হয়। তিনি বলেন, সেমির মতো ম্যাচে একটু ভাগ্যের সাহায্যও দরকার। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করব। ভাগ্য সাহসীদের সঙ্গ দেবে।
ওয়াংখেড়েতে টস খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। এমন প্রশ্ন ওঠেছিলো সংবাদ সম্মেলনে। কিন্তু রোহিত খেললেন সোজা ব্যাটে। সোজা বলে দিলেন, ম্যাচের ফলাফলে টস বিশেষ প্রভাব ফেলবে না। কেন, নেই ব্যাখ্যাও দিলেন তিনি। বললেন, টসে জেতা, না জেতা দুই সমীকরণের জন্যই তৈরি তারা।
রোহিত বলেন, আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি। এই বিশ্বকাপেরও চার পাঁটি ম্যাচ দেখে ওয়াংখেড়ের উইকেট যথাযথ উপলব্ধি করা সম্ভব নয়। ওয়াংখেড়ের গতিপ্রকৃতি নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না। তবে আমার বিশ্বাস, সেমিফাইনালে টস গুরুত্বপূর্ণ হবে না। আমরা জয়ের জন্যই খেলবো।
চার বছর আগে বিরাট কোহলির ভারত বৃষ্টিস্নাত সেমিফাইনালে ১৮ রানে হেরে যায়। বুধবারের ম্যাচের আগে বারবার উঠে আসছে সেই হারের কথা। ভারতের অধিনায়ক রোহিত শর্মা সেসব নিয়েও ভাবছেন না। বলেন, অতীতে যা ঘটেছে, সেটা আপনার মনের মধ্যে থাকতে পারে। আমি মনে করি না ১০ বা ৫ বছর আগে কিংবা শেষ বিশ্বকাপে কী ঘটেছিল সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে।
অতীতে দুবার ট্রফি জয় থেকে কোন অনুপ্রেরণা আছে কি-না এমন প্রশ্নে রোহিত বলেন, এই দলটার সৌন্দর্য্য এখানেই। ১৯৪৩ সালে আমাদের কারও জন্মও হয়নি। ২০১১ সালে এ দলের অর্ধেকের ক্রিকেটে হাতেখড়িও হয়নি। আমরা কীভাবে আমাদের আগের বিশ্বকাপ জিতেছিলাম তা নিয়ে আমি তাদের কথা বলতে দেখি না।
রোহিত আরও যোগ করেন, আমারদের নজর- আমরা কিভাবে আরও ভাল হতে পারি এবং কিভাবে আমরা আরও উন্নতি করতে পারি। এটাই খেলোয়াড়দের বর্তমান সৌন্দর্য। আসরের প্রথম ম্যাচ থেকে আজকের দিনটি পর্যন্ত এই দলের একটাই নজর, একটাই মনোযোগ, আর সেটি হলো জয়।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোহিত ব্যাটার কোহলি, যাদব, গিল এবং এমনকি নিজেকে বোলিং বিকল্প হিসাবে ব্যবহার করেন। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে ভারত মাত্র পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে ম্যাচে গিয়েছিল। কিন্তু রোহিত বিশ্বাস করেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।