মৌলভীবাজারে নাঈম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের মাইজপাড়া দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র ও সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম (২১) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষর্থীরা।
আজ বুধবার (১৫ নভেম্বর) মাদ্রাসার শিক্ষার্থী নাজমুল হোসেনের সঞ্চালনায় ও রেদোয়ান হুসাইন সোহান’র সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষার্থী দ্বিন ইসলাম, ঈসা আহমেদ, মাহফুজ রহমান। উপস্থিত ছিলেন সরকারি কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ নন্দী, রাজিব সূত্রধরসহ আরো অনেকেই।
এসময় বক্তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, শান্তি প্রিয় মোলভীবাজারে যেন এরকম নৃশংস হত্যাকান্ড যাতে আর না ঘটে।
এদিকে মানবাধিকার ফাউন্ডেশন নেতৃবৃন্দ হত্যাকান্ডস্থল পরিদর্শন করেছে। বুধবার সংগঠনের সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলটি পরিদর্শন করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রুহেল খান আশরাফুল, সাংগঠনিক সম্পাদক ফজলে আমিন রাফসান, অর্থ সম্পাদক সত্রাজিত আচার্য, আইন সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার ফেসবুক আইডি খুলাকে কেন্দ্র করে শহরতলীর বর্ষিজোড়া গ্রামে কথা-কাটাকাটির জেরে একই এলাকার নুরুল ইসলাম গংরা হামলা চালিয়ে নিহত নাঈমকে জখম করে। পরে সে মারা যায়।