শ্রীমঙ্গলে দেড় শতাধিক প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেড় শতাধিক অসহায় প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দ্বীন সলিউশন লিমিটেড ( লন্ডন/কুয়েত) এর ব্যাবস্থাপনায় বদর উদ্দিন কোরেশী (ডাইরেক্টর) ও হামাদ এস, জে এইচ, এস, এইচ আলমেরী (ডাইরেক্টর/পার্টনার) এর উদ্যোগে দুপুরে রুপসপুর কার্যালয় দ্বীন ত্রান বিতরণ কেন্দ্রে এলাকার অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ জিয়া উদ্দীন কোরেশী, ব্যাবস্থাপক সত্যেন্দ্র সিনহা, সাংবাদিক এম এ রাকিব, শফিকুল ইসলাম রুম্মন প্রমুখ। ত্রান সামগ্রীর মধ্যে ছিল ৩কেজি চাল ও আধা লিটার সয়াবিন তেল।
দ্বীন সলিউশন লিমিটেড এর ডাইরেক্টর বদর উদ্দিন কোরেশী বলেন, মহামারি করোনা থেকে প্রতি দু’মাস, তিন মাস পর পর আমরা এলাকার প্রতিবন্ধী ও অসহায়দের মধ্যে যতটুকু সম্ভব ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি। এতে এলাকার মানুষের কিছু যাতে উপকার হয় সে লক্ষ্যে। সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ কুঠি মিয়া।