দোয়ারাবাজারে ইউ/পি সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৭:১৯ অপরাহ্ণ
দোয়ারাবাজারে ইউ/পি সচিব ও ডিজিটাল সেন্টারের কর্তব্যরত কম্পিউটার অপারেটরের দুর্নীতি শিকার হয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন এক ভোক্তভোগী। ওই ভুক্তভোগীর নাম আবদুছ ছোবহান। তিনি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের স্থায়ী বাসিন্দা।
গেল ১৯ নভেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগে আবদুছ ছোবহান জানান, চলতি মাসের ১২ নভেম্বর তারিখে দোয়ারা বাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আমার ছেলে নুরুল আহাবাব জুনেদ- এর অনলাইন জন্ম সনদ (নামের বানান ভুলজনিত ত্রুটি) সংশোধনের আবেদন করি। অনলাইন আবেদন ফি বাবদ বেসরকারীভাবে নিয়োগ প্রাপ্ত কম্পিউটার অপারেটর মো.মঈন উদ্দিন বিকাশ যোগে ১২০/- (একশত বিশ) টাকা এবং ইউ/পি সচিব মো. আব্দুর রকিব আমার নিকট থেকে ৩০০/- (তিনশত) টাকা বিকাশ যোগে গ্রহণ করে।
তিনি বলেন, আমার জানামতে জন্ম সনদপত্র সংশোধনের ফি মাত্র ৫০/- টাকা। তাই আমি এতদ্ববিষয়ে ইউ/পি সচিবের কাছে ব্যাখ্যা চাইলে তিনি জানান গৃহীত টাকা হতে ইউ/পি চেয়ারম্যানকে ১০০/- টাকা এবং উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আরও ১০০/- টাকা উৎকোচ দিতে হয়। নতুবা জন্ম সনদপত্র সংশোধন করা হয় না। এমনিভাবে অজপাড়াগাঁয়ে বসবাসরত সহজ সরল সাধারণ জনগণ হতে প্রতিনিয়ত হাজার হাজার টাকা উক্ত ব্যক্তিদ্বয় উৎকোচ গ্রহণ করছেন। যাহা আইন বহির্ভূত। এমতাবস্থায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক।