শ্রীমঙ্গলে ৫১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৩

শ্রীমঙ্গল প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে পুলিশের অভিয়ানে ৫১০ লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম শনিবার রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো মিলন কালিন্দী ওরফে লিলন (২৬), রঘু নায়েক (৫০), ও রাধেশাম রবিদাস (৪৫)। এদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিন আসামীকে রবিবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।