1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সন্মিলিত নাগরিক সমাজ মৌলভীবাজার এর উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ ;
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন




সন্মিলিত নাগরিক সমাজ মৌলভীবাজার এর উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ ;

অনলাইন ডেস্ক:
    আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৩২:২৫ পূর্বাহ্ন

মৌলভীবাজার শহরে মদ গাঁজা ও নারী নির্যাতন করে ফেইসবুকে ভাইরাল করার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সন্মিলিত নাগরিক সমাজ মৌলভীবাজার।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর সকাল ১০.৩০টায় শহরের চৌমুহনা চত্বরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্টিত হয়।

বক্তব্য রাখেন, জেলা যৌন হয়রানি নিমূল কমিটির সভাপতি রাশেদা বেগম, এম মুহিবুর রহমান মুহিব, চেয়ারম্যান শেখ বুরহান উদ্দিন(রহ:) ইসলামী সোসাইটি, খালেদ চৌধুরী, সভাপতি, সন্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ, আলীম উদ্দিন আলীম, সাধারণ সম্পাদক, মোয়াজ্জেম হোসেন মাতুক, সভাপতি সচেতন নাগরিক সমাজ, সাহাব উদ্দিন আহমদ, কুদরত উল্লাহ্ ফাউন্ডেশন, সাইফুল ইসলাম সরকার সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন,ইমন আহমদ সাইক্লিং কমিটি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অভিলম্বে দোষিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। পরে একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে প্রদান করেন।

উল্লেখ্য, গত আগস্ট মাসের ৩ তারিখে মাহমুদ এইচ খানের বাসায় মদ ও গাঁজা পার্টির আসর বসে। সেখানে সজিব তুষার, রায়হান ও মার্জিয়া প্রভা উপস্থিত হয়ে রাত্রী যাপন করেন। ওই রাতেই সজিব তার বান্ধবীর সাথে জোর করে ধর্ষণের অভিযোগ তুলে ২৫ আগস্ট ফেইসবুকে স্ট্যাটাস দেয়। পরে দিন সজিব ধর্ষণের কথা অস্বীকার করে মেয়েটির ইচ্ছাতেই সব হয়েছে বলে পোস্ট দেয়। এনিয়ে মৌলভীবাজারের সচেতন নাগরিক সোচ্চার হলে ৩১ আগস্ট মেয়েটি বাদী হয়ে থানায় দু’টি মামলা দায়ের করে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020