1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বর্তমান সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার : চপল
বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন




বর্তমান সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার : চপল

সিলেট প্রতিনিধি
    আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৩২:২৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষাকে প্রথম থেকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উদ্যোগের কারণেই শিক্ষা প্রসারে এখন আমরা রোল মডেল। ‘

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জে  সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে  বেঞ্চ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে চপল বলেন, বর্তমান সরকারের আমলেই শিক্ষক সমাজ বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। শিক্ষাকে আরও এগিয়ে নিতে সরকারের পাশাপাশি শিক্ষক সমাজকেও এগিয়ে আসতে হবে।

এসময় উপজেলার পাঁচটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে এই বেঞ্চ বিতরন করা হয়।  বেঞ্চ বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চপল।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সদর উপজেলার মাধ্যমিক একাডেমীক সুপার ভাইজার আরিফুল ইসলাম, সদর উপজেলা এলজিইডির হিসাব রক্ষক সমীর বিশ্বাস, প্রকল্পের ফেসিলেটিটর শেখ আব্দুর রব, জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয় প্রমুখ।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি)’র আওতায় জাইকার সহযোগিতায় সদর উপজেলার কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়, চরমহল্লা উচ্চ বিদ্যালয়, ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয় ও চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ে এই বেঞ্চ বিতরণ করা হয়




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020