প্রতারক সাহেদের ৫০ দিনের রিমান্ড আবেদন

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২০, ৫:৪১ পূর্বাহ্ণ
প্রতারক সাহেদের ৫০ দিনের রিমান্ড আবেদন ১০ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে। আদালতে সাহেদের আরো ৪০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এর সঙ্গে র্যাব অস্ত্র মামলায় আরো ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে। সব মিলিয়ে ৫০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে সাহেদের।আজ রবিবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাকে।
এর আগে প্রতারণা মামলায় গত ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই রিমান্ড রোববার শেষ হয়েছে।গত ৬ জুলাই নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নের্তৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। অভিযানে গিয়ে প্রতারণার সত্যতা মেলে। সেই সঙ্গে পাওয়া যায় গুরুত্বপূর্ণ সব তথ্য।