সিলেটে ভোররাতে ভূমিকম্প

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২২, ৫:৩৫ পূর্বাহ্ণ
শুক্রবার ভোরে সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সিলেট নগরসহ আশপাশ এলাকায়ও এই কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভোর ৪ টা ২৪ মিনিটের সময় এই ভূ-কম্পন অনুভূত হলে বাসা-বাড়িতে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
এদিকে ভূকম্পন শুরু হওয়ার পর নগরীর বাসাবাড়ি লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।