ছাতকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪৫

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২২, ২:৩৭ অপরাহ্ণ
সুনামগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৪৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ছাতক উপজেলার জাউয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার জাউয়া বাজার কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক সমর্থিত ছাত্রলীগ নেতা মাসুম ও মাহতাব গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। সংঘর্ষ রাতে হওয়ায় সাবধানে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। রাত ১০টার দিকে দুই পক্ষের সঙ্গে কথা বলে তাদের থামিয়েছি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।