সাইক্লোন কেন্দ্রীয় সংসদের শরৎকালীন কবিতা পাঠের আসর

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ
সাদা ছেড়া ছেড়া মেঘ আর সঙ্গে কাশফুলের উষ্ণ ছোঁয়া সব মিলিয়ে শরৎ একটি চমৎকার ঋতু। এজন্যে লেখকদের উপর শরতের প্রভাব খুব বেশি পরিলক্ষিত হয়। বাংলা সাহিত্যে শরৎ নিয়ে প্রচুর লেখালেখি রয়েছে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের শরৎকালীন কবিতা পাঠ ও ২১৮ তম সাপ্তাহিক সাহিত্য আসরে বক্তারা এসব কথা বলেন। বিশিষ্ট ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে গতকাল সোমবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী কবি আবুল কালাম আজাদ ছোটন।
তরুণ সাহিত্যকর্মী শামসুল মুক্তাদির মিজানের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন লেখক সাংবাদিক সেলিম আউয়াল, ছড়াকার এ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আশরাফ হোসেন, লেখিকা কবি ইছমত হানিফা চৌধুরী, লেখাপাঠে অংশ নেন কবি চৌধুরী রাহাত, চিত্রশিল্পী কবির আশরাফ, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, দেলোয়ার হোসেন শিশির এবং রবীন্দ্র ও নজরুল গীতি পরিবেশন করেন বিমান বিহারী বিশ্বাস। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দেলোয়ার হোসেন শিশির।