জিন্দাবাজারে মোবাইল চুরি করতে গিয়ে নারী পকেটমার আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৯:৪৬ অপরাহ্ণ
মোবাইল চুরি করতে গিয়ে ধরা খেলেন নারী পকেটমার। সোমবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮ টার দিকে ঘটনাটি ঘটে নগরের জিন্দাবাজার এলাকায়। উপস্থিত জনতা চোরকে আটক করার পর থানা পুলিশে খবর দিলে কোতয়ালী থানা পুলিশ আটক নারী পকেটমারকে থানায় নিয়ে যায়।তাৎক্ষণিকভাবে এই নারী পকেটমারের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এক মাহিলার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল চুরি করতে গিয়ে ওই নারী হাতেনাতে ধরা পড়েন।
তবে স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী পথচারীরা জানিয়েছেন- প্রায় সময় এই নারীকে জিন্দাবাজার এলাকায় ঘুর ঘুর করতে দেখা যায়। তিনি পকেটমার হতে পারেন বলেই স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ ছিলো।