মোবাইল পাঠাগারের ৮১৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৮:১০ অপরাহ্ণ
ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগারের কার্যালয়ে সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮১৪ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে এবং সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক ও মোবাইল পাঠাগারের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন বৃক্ষপ্রেমিক আব্দুল গফফার, গীতিকার বাহা উদ্দিন বাহার, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার সাজিদুর রহমান, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি ফতহুল করিম, তাপাদার জান্নাতুল জাহরা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।