রাশেদ আহমেদ সাদীর কবিতা, ‘কল্পলোক’

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৩, ৮:৩৭ পূর্বাহ্ণ
খুব মন খারাপ হলে মনে করবে একটি নীল সাম্পান পথে আছে
এসেই তোমাকে তুলে নিবে, একটি ঝরনার কথা মনে করো একটি লাল মাছের
লেজে চোখ রেখে তুমিও একটি মাছ
খুব কান্না পেলে একটু কেঁদো, তারপর চোখ মুছে নাও
ঠোঁটের কোণে এক-চিলতে হাসির রেখা ফুটিয়ে গোধূলির দিকে মুখ করে বলো
এই তো আছি। চলে যাচ্ছে জীবনানন্দ দাশ। আপনি কেমন আছেন?
খুব মনোকষ্টের সময় মনে রেখো একটি দ্বীপের কথা
যেখানে নেরুদা, জিবরান, নাজিম হিকমত, সিলভিয়াপ্লাথ
বাস করে, সেখানে তোমার একটি এপয়েন্টমেন্ট আছে
দোলচাপাকে চিঠি দিয়েই তিনঘোড়ায় টানা ঘোড়ার গাড়িতে
বেরিয়ে পড়েছ স্তেপের ময়দানে যেখানে টলস্টয় চেখব আর গোর্কি
কসাকদের সাথে তুমুল পানে মত্ত
খুব মনে পড়লে ভেবো সবই শেষতক শেষ হয়ে যায় এই পুরনো আপ্তবাক্য
আনন্দ, আকাঙ্ক্ষা ধীরে ধীরে শেষ হয়ে আসে সব জীবনে
তবু নিয়ন্ত্রণে না এলে ছেড়ে দাও, যা খুশি করো
শুধু মায়ের মুখ চেয়ে, জন্মের সময়কার সেই আর্তনাদের দোহাই
নিজেকে খুন করে ফেলো না
কারণ বুঝ না কেন, শেলি অথবা আবুল হাসান কেউ তো তাদের প্রেমিকাকে পায়নি
খুব মনে পড়লে নিঃশব্দ মুখ বিড়বিড় করো আর মনে করতে অভ্যাস করো কোথায় যেন একটি বহুমূল্য রত্ন তুমি হারিয়ে ফেলেছিলে
কোথায়? মনে করতে পারছ না।