বাহুবলে কনিকা কোম্পানিতে পাইপ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জের বাহুবলে কনিকা কোম্পানিতে পাইপ চাপা পড়ে জুয়েল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় অবস্থিত কনিকা সিরামিক কোম্পানিতে।
জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ বালুউনা বাড়ির মৃত মানিক মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া(২৫) দীর্ঘদিন যাবৎ কনিকা সিরামিক কোম্পানিতে শ্রমিকের কাজ করে আসছিলো।প্রতিদিনের ন্যায় আজ শুক্রবারও কাজে যায় সে। কোম্পানিতে সকাল থেকে মাটি গর্ত করে পাইপ বসানোর কাজ চলছিলো। বিকাল সাড়ে ৫টার দিকে জুয়েল মিয়া গর্তে থাকা অবস্থায় পাইপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
এসময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানা ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।