জগন্নাথপুরে মামার হাতে ভাগ্নে খুন

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় মামার হাতে কিশোর ভাগ্নে খুন হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামে। খুন হওয়া ভাগ্নের নাম মুক্তার মিয়া (১৩)। সে কাঠালখাইড় গ্রামের মিন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক মামা আজিজ মিয়াকে গ্রেফতার করেছে।
আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খানসহ স্থানীয়রা জানান, রোববার (৪ জুন) পারবারিক বিরোধ নিয়ে মামা ও ভাগ্নের পরিবারের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মামার ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ভাগ্নে মুক্তার মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক মামাকে গ্রেফতার করেছে। এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, খুনের ঘটনায় আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।