স্লোগানে-স্লোগানে মুখরিত সুনামগঞ্জের রাজপথ

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জের রাজপথ বিএনপির নেতা-কর্মীদের স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিকে ঘীরে উজ্জীবিত হয়ে উঠেন বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মীরা স্লোগানে-স্লোগানে জমায়েত হতে থাকেন সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে। উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এমনকি হাওর এলাকার নিভৃত পল্লী গ্রাম থেকে আসা নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিত ছিল লক্ষণীয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রধান সড়কে র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আলেচনায় অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: কামরুজ্জামান কামরুল, কৃষকদল সভাপতি তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো: আনিসুল হকসহ সিনিয়র নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।