সাহিত্যে নোবেল পেলেন ইয়ন ফসে

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৭:০০ অপরাহ্ণ
সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন নরওয়েজিয়ান লেখক ও প্রখ্যাত ঔপন্যাসিক ও নাট্যকার ইয়ন ফসে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় ৫টার দিকে বিজয়ীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।
গত সোমবার থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে চিকিৎসা ও পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল বিজয়ীদের নাম।
বুধবার (৪ অক্টোবর) ঘোষণা করা হয় রসায়নে নোবেলজয়ীদের নাম। রসায়নে নোবেল বিজয়ী তিনজন হলেন, মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ। ফান্ডামেন্টাল ন্যানো টেকনোলজির উদ্ভাবনের জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
নতুন নোবেল লরিয়েট পাবেন নগদ এক কোটি সুইডিশ ক্রোনার, যা বাংলাদেশি দশ কোটি টাকার সমান।