বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সংসদ শাবি শাখার কমিঠি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ৪:২৫ অপরাহ্ণ
বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সংসদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য ও সদস্য সচিব হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সিকান্দার আলী মনোনীত হয়েছেন।
বুধবার (১৮ অক্টোবর) বঙ্গীয় সাহিত্য সংসদের কেন্দ্রীয় সভাপতি সেলিনা হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নতুন এ কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. নিলুফার আকতার (বাংলা বিভাগ), যুগ্ম সদস্য সচিব সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস (নৃবিজ্ঞান বিভাগ) এবং সদস্য হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম (বাংলা বিভাগ), সহকারী অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী অয়ন (সমাজবিজ্ঞান বিভাগ) এবং প্রভাষক মোশরেফা বেগম মিসু (বাংলা বিভাগ)।